অনলাইন ডেস্ক।। তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন কমপক্ষে ১৭ হাজার ৫৪৩ জন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বৃহস্পতিবার জানান, তুরস্কে নিহতের সংখ্যা কমপক্ষে ১৪ হাজার ৩৫১ জন। আহত হয়েছে ৬৩ হাজার ৭৯৪ জন।

অন্যদিকে সিরিয়ার বেসামরিক কর্তৃপক্ষ ‘হোয়াইট হেলমেট’ গ্রুপের তথ্য অনুসারে, উত্তর-পশ্চিম বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ৯৩০ জন এবং সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ২৬২ জন নিহতসহ সিরিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৯২ জন।

তুর্কি সরকার, হোয়াইট হেলমেট এবং সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার পরিসংখ্যান অনুসারে, সিরিয়া ও তুরস্কে কমপক্ষে ৬৮ হাজার ৯৫২ জন আহত হয়েছে।

এদিকে বিধ্বংসী ভূমিকম্পের পর প্রায় ৯৫টি দেশ এবং ১৬টি আন্তর্জাতিক সংস্থা তুরস্ককে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, এই মুহূর্তে, ৫৬টি দেশের ৬ হাজার ৪৭৯ জন উদ্ধারকর্মী মাঠে রয়েছেন। আরও ১৯টি দেশের দল ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দেশে আসবে।

Share.
Exit mobile version