বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ধোবাউড়ায় গরু শিমগাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর হাতে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শিশুটির নাম ইসহাক। সে ওই এলাকার মোর্শেদ আলীর ছেলে। এ ঘটনায় জায়েদা বেগম নামের এক নারী আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে সানন্দখিলা গ্রামের রনি মিয়ার গৃহপালিত গরু প্রতিবেশী জায়েদা বেগমের উঠানে শিমগাছ খেয়ে ফেলে। এ সময় জায়েদা গরুটিকে আটকে রাখার চেষ্টা করলে গরুর মালিক রনির স্ত্রী রোজিনা আক্তারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় রোজিনা জায়েদাকে মারতে কাঠের চেলা নিয়ে ধাওয়া করেন। পরে জায়েদা পাশের মোর্শেদ আলীর বাড়িতে আশ্রয় নেন। জায়েদাকে মারার উদ্দেশ্যে পেছন থেকে রোজিনা কাঠের চেলা নিয়ে আঘাত করলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মোর্শেদ আলীর স্ত্রীর কোলে থাকা শিশু ইসহাকের মুখে ও মাথায় আঘাত  লাগে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইসহাকের মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, শিশু নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত রোজিনাকে আটক করা হয়েছে। তিনি পুলিশের কাছে শিশু হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Share.
Exit mobile version