বিশেষ প্রতিনিধি।। নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামানের বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। স্ত্রীসহ তার হাত-পা বেঁধে বন্দুক-পিস্তল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুটে নেয় ডাকাতদল। আজ সোমবার ভোরে নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাছিমদিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান বলেন, ভোরে পৌনে ৪টায় ৮-১০ জনের ডাকাত দল আমার বাসায় ঢুকে। আমার ও আমার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, ডলার, বিদেশি ঘড়ি, বন্দুক, পিস্তল ও গুলি নিয়ে যায় তারা। এতে আমার আনুমানিক ১ কোটি লাখ টাকার ক্ষতি হয়েছে। ডাকাতরা মাস্ক পরা ছিল। তাদের কথাবার্তা নড়াইলসহ এই এলাকার আঞ্চলিক ভাষার মত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামানসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ‘অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আতিকুর রহমান স্যারকে নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করেছি। আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারব।

এ ছাড়া সম্প্রতি নড়াইল শহরের বিভিন্ন স্থানে দিনের বেলায়ও গ্রিল কেটে চুরির ঘটনা ঘটছে।

Share.
Exit mobile version