বিশেষ প্রতিনিধি।। ঢাকার কেরানীগঞ্জে মায়ের পরকীয়ার বলি ২ শিশু হত্যা মামলার প্রধান আসামিসহ ৩জন র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতার কৃতরা হলো মোহাম্মদ জুলহাস হাওলাদার(৩৫),গার্ডেন পার্কের মালিক মোঃ জাকির হোসেন(৪৮) ও ম্যানেজার মোঃ রাকিব (৩০)।
র্যাবের মিডিয়া সেল আজ বৃহস্পতিবার বিকেলে এই তথ্যটি নিশ্চিত করেন। র্যাব সূত্রে জানা যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী জিন্নাত আরা ওরফে তানিয়া (২৮) তার প্রতিবেশী ভাড়াটিয়া জুলহাস হাওলাদার (৩৫) নামক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। উক্ত মহিলার বর্তমান স্বামীর ঘরে হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন ফাহিম (৩) নামক দুইটি সন্তান ছিল।
গত ১১ মার্চ আনুমানিক বিকালে তানিয়া তার স্বামী মোকলেসুর রহমান মিরাজ (৩৫) প্রতিদিনের ন্যায় তার কাজের জন্য বাসা থেকে বের হয়। সেই সুযোগে তানিয়া ও জুলহাস ভিকটিমদের পিতা মিরাজকে কিছু না জানিয়ে পূর্বপরিকল্পিতভাবে শিশু সন্তান হাফিজা ও ফাহিম’কে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ী এলাকাস্থ গার্ডেন পার্কে ঘুরতে নিয়ে যায়। সেখানে পার্কের সুইমিংপুলে পড়ে শিশু ২টির মর্মান্তিকভাবে মৃত্যু হয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে। এই ঘটনায় নিহত শিশুরদের বাবা মোকলেসুর রহমান মিরাজ গত ১২ মার্চ তার স্ত্রী জিন্নাত আরা তানিয়া (২৮) পরকীয়া প্রেমিক জুলহাসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বুধবার গদাবাগ ও রাজাবারী এলাকায় অভিযান চালিয়ে পরকীয়া প্রেমিক জুলহাসকে গ্রেফতার করা হয়। পরে দায়িত্বে অবহেলার কারণে গার্ডেন পার্কের মালিক মোঃ জাকির হোসেন ও ম্যানেজার মোঃ ম্যানেজার মোঃ রাকিবকে গ্রেফতার করা হয়। স্ত্রীর জিন্নাত আরা তানিয়াকে ঘটনার দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।