মথিত পংক্তিমালা”
মোঃ হুমায়ুন কবীর 

তুষার গোধূলিতে একটি কালো কাক
রৌদ্রে পীত কাঁধে কৃষ্ণ মখমল
একটি সুরময় কণ্ঠে মৃদু গান
আমাকে শোনাল সে দক্ষিণাঞ্চলে রাত্তিরের গান।

হৃদয় লঘু, জোয়ারের জল বাধাহীন
সাগর যেন আজ জানাল সংকেত
অতল পাতালের গহ্বর থেকে অনন্তে
কীটেরা উড়ে যায় সঘন শ্বাস ফেলে।

বরফ-মেশা হাওয়া, তোমার নিশ্বাস
ম্রিয়মাণ তৃষিত হৃদয়ের জাগৃতি…
রোদসী, তুমি স্বপ্ন, তারা!
তোমার দোয়েলের গান হলে সারা
গোধূলির অস্তরাগ আঁধারে মিলায়।

ভীষণা এ পৃথিবী! বড়ই ছোট এই বুকের তুলনায়!
তোমার প্রশ্রয় প্রলাপ জড়ানো,
জিপসি গানে গানে অন্ধকার ফাঁদ,
আকাশে উল্কার সবেগে উড়ে যাওয়া,
পথ খানি দৃষ্টিতে বেঁধে রাখা
হৃদয় বিহগ বিস্তারে তার পাখা।

Share.
Exit mobile version