বিশেষ প্রতিনিধি ।। রাজবাড়ীর দৌলতদিয়ায়
গতকাল সোমবার দিবাগত রাতে স্থানীয় জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোর রাতের দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

তিনি আরো বলেন, পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। ঈদের পরে মাছটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা বলেন, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ৩২ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মক্ত নিলামে ১৩ শ’ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়তে এনে বিক্রি করার জন্য বিভিন্ন ব্যবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করেছি। অনেক দিন পর বড় একটি বাগাইড় মাছ কিনে ভালোই লাগছে।

Share.
Exit mobile version