নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপিতে জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি, সার ওষুধের দাম কমানো এবং সহজ শর্তে কৃষি ঋণ প্রদানের দাবিতে রোববার (৭ মে) বিকালে ইউনিয়নের আগরপুর এস এন কিন্ডারগার্টেন প্রাঙ্গনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক অধ্যাপক আবদুল হাকিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বরিশাল জেলা সম্মেলন প্রস্তূতি কমিটির আহবায়ক বিশ্বজিৎ বাড়ৈ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্মেলন প্রস্তূতি কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হক ফিরোজ, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্মেলন প্রস্তূতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলাম হোসেন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান কালু মাষ্টার।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান।
সম্মেলনে অধ্যাপক আবদুল হাকিমকে সভাপতি ও শিহাব উদ্দিন রাঁড়ীকে সাধারণ সম্পাদক এবং আব্দুল বারেক মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ফরিদ উদ্দিন মোল্লা, সুভাষ বেপারী, সহ সাধারণ সম্পাদক জালিস মাহমুদ জুয়েল, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার, প্রচার সম্পাদক খালেক বেপারি, আইন সম্পাদক মজিবর রহমান, অর্থ বিষায়ক সম্পাদক আঃ ছত্তার মোল্লা, সেচ্ছাসেবক সম্পাদক রোকন ডাক্তার, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ মাতুব্বর, সদস্য আঃ রাজ্জাক হাওলাদার, আবুল কালাম চৌকিদার, সোলাইমান, রেজাউল খান, কাওসার আলম, খালেদা বেগম, জাহিদ হোসেন, সাখের, আলাউদ্দিন খান, আলমগীর হোসেন স্বপন, আঃ রশিদ।