নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির উত্তরণ সাংস্কৃতিক সংঘে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৮ মে)  বিকেলে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বাজার উত্তরণ সাংস্কৃতিক সংঘের নাট্য মঞ্চে উক্ত অনুষ্ঠান পালিত হয়। সন্ধ্যা নদীর বাঁকে সংগীত বিদ্যালয়ের শিল্পী বৃন্দ দের গান পরিবেশনের মধ্যদিয়ে ১৬২ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় উত্তরণ সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হাকিমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যাপক প্রকাশ রায়, অধ্যাপক নজরুল ইসলাম দূরানী, কবি মুস্তফা হাবীব, জাহাঙ্গীর আলম বাচ্চু ফকির, তরুণ চক্রবর্তী, ইদ্রিসুর রহমান, সাহিন ভূইয়া ও জাকির হোসেন ফকির। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কাউনিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.শ্বাশত ভুট্টাচার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ড. শ্বাশত ভুট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা আবৃত্তি করে স্মৃতি চারন করেন। এবং আগামীর প্রজন্মকে রবীন্দ্রনাথের স্মৃতির উপর নিজিকে গড়ে তোলার আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা মহিলা কলেজের উপাধ্যক্ষ জিনাত ইখতার জাহান,  বিশিষ্ট কবি ইসমত আরা বেগম প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়, উক্ত কলেজের ইংরেজি  প্রভাষক আব্দুল কাদের ও উমর ফারুক  সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কারশা ফাউন্ডেশন।

Share.
Exit mobile version