বিশেষ প্রতিনিধি।। চাঁদপুরের কচুয়ায় বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার নাহারা গ্রামে কাউছার আহমেদ মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে। এতে ওই পুকুরের দেশীয় রুই, কাতল, তেলাপিয়াসহ কাপজাতীয় ১০ লাখ টাকার মাছ নষ্ট করা হয়। এঘটনায় মৎস্য ব্যবসায়ী কাউছার আহমেদ বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনার কয়েক মাস পূর্বে গত বছরের ২৮ আগস্ট কাউছার আহমেদের অন্য একটি মাছের প্রজেক্টে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বত্তরা। ওই ঘটনার ক্ষতি পূরন শেষ না হতেই পূনরায় তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দূর্বত্তরা।
স্থানীয় ইউপি সদস্য কাউছার আলম বলেন, মৎস্য ব্যবাসায়ী কাউছার আহমেদ দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে । তার মাছের প্রজেক্টে ২০ জন লোক কাজ করে তাদের পরিবারের সংসার চালাচ্ছেন। দু’বার দুটি মাছের প্রজেক্টে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করেছে ।
ক্ষতিগ্রস্থ মৎস্য ব্যবাসায়ী কাউছার আহমেদ জানান, আমি দীর্ঘদিন ধরে প্রায় ২০ একর জমি ও পুকুরে মাছ চাষ করে আসছি। কে বা কাহারা আমার মাছের প্রজেক্টে বিষ দিয়ে ক্ষতিসাধন করেছে। আমি প্রশাসনের মাধ্যমে এর সুষ্ঠ বিচার চাই।

Share.
Exit mobile version