নিজস্ব প্রতিবেদক।। কবিতার ছোটকাগজ অরুণিম এর আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪ ঘটিকার সময়ে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বন্দর উত্তর মাথা  সেবাকেন্দ্রে কবিতা পাঠ ও মুক্তালোচনা সভা  অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় কবি মুস্তফা হাবীবের  সভাপতিত্বে কবি স.ম জসিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আদর্শ শিক্ষক  এবাদুল হক, কবি কাজল বনিক, কৌশিক কির্ত্তোনীয়া , জাহিদ হোসেন,  মো: শরাফ উদদীন, শিরীন হাবীব, মুনতাসির মামুন, অরূপ রায়, ইশতিয়াক আহমেদ, মনির হোসেন ও মো :রুবেল প্রমুখ।

আলোচনায় কবি নজরুলের কবিতায় প্রেম ও দ্রোহের দিক ব্যাপকভাবে ফুটে  উঠেছে।

কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ। আবৃত্তিকার প্রত্যেকের মধ্যে উপহার হিসেবে  সৃজনশীল বই বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করে শিল্পী মনির হোসেন, রাইসা, সাদিয়া আফরোজ কনা, মাধবী চক্রবর্তী ও মৃদুলা সেন।

সঞ্চালনায় কবি স ম জসিম উদ্দিন।

Share.
Exit mobile version