নিজস্ব প্রতিবেদক।। যৌতুকের অত্যাচার থেকে রক্ষা পেতে শরীরে কেরোসিন ঢেলে ডলি বেগম নামের এক গৃহবধূ আত্নহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির চর জাহাপুর গ্রামে।
জানাগেছে, উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির চর ফতেপুর গ্রামের আরিফ হোসেনের মেয়ে ডলিবেগমকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী নুরে আলম মারধর করতো।
তাই ডলি বেগম আত্নহত্যার পথবেছে নিতে শনিবার (১০ জুন) বিকেল ৫ টার দিকে স্বামীর নিজ বসত ঘরে নিজ শরীরে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে আত্নহত্যার চেষ্টা করে।
বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে আগুন নিভিয়ে ডলিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ডলির মা জানায় গত ৭ বছর পুর্বে একই ইউনিয়নের চর জাহাজপুর গ্রামের আলী আকবর আকনের পুত্র নুরে আলম ৩০ এর সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন ডলিকে। বিবাহর পর তাদের সংসারে পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী নুরে আলম সহ ননদরা প্রায় যৌতুকের দাবিতে ডলিকে মারধর করতেন। তাদের অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার কন্যা আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন বলে এমনটি জানিয়েছেন ডলির মা।