মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্বলিত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান জুম আইটি ইনস্টিটিউটের শূভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর একটায় আদমপুর বাজার সংলগ্ন তেতইগাঁও এলাকায় নিজস্ব ক্যাম্পাসে এ ইন্সটিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রণীত রঞ্জণ দেবনাথ। জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, ইন্সটিটিউটের সহকারী পরিচালক রাজাবাবু সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক আর কে সোমেন, প্রশিক্ষক নয়ন গঞ্জু, সাথী ঘোষ প্রমুখ। হামোম প্রবীত জানান, আগামী ১৭ জুন কম্পিউটার বেসিক কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। (৩মাস/৬মাস) চলমান ব্যাচে ৩৫% ছাড়ে ভর্তি চলছে। এখানে প্রশিক্ষণার্থীরা লাইফটাইম বেকআপ সাপোর্ট, ১ বছরের ফ্রি পারসোনাল কম্পিউটার সার্ভিসিং, কোর্স সম্পন্ন করার ৩ মাসের মধ্যে চাকুরী কনফার্ম হলে নিশ্চিত ফুল কোর্স ফি রিটার্ন এবং ২ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন সেবা পাবে।

Share.
Exit mobile version