নিজস্ব প্রতিবেদক।।  বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপিতে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ডের অর্থিক সহায়তায় ও রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রেশন প্রোগ্রামের আওতায় এই কর্মশলার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের বরিশাল জেলা ইকোনমি রিইন্টিগ্রেশন মাইগ্রেশন প্রোগ্রাম সেক্টর স্পেশালিস্ট শেখ সাদিয়া ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু।
ব্র্যাক বাবুগঞ্জ  মাইগ্রেশন প্রোগ্রাম ফিল্ড অর্গানাইজার (এফ,ও) আবু হানিফের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি মোঃ আজিজুল হক,  ইউপি সদস্য আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধ আবুবকর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, হাফেজ  মহিউদ্দন, সাংবাদিক  রফিকুল ইসলাম রনি, ইউপি সদস্য  হাবিবুর রহমান খান মিঠু, এস,এম মনিরুজ্জামান,  আসলাম ঢালি,  কাইয়ুম হোসেন, মহিলা ইউপি সদস্য  মোসাঃ শামিমা ইয়াসমিন, শিল্পী বেগম, বকুল বেগম,  ইউপি উদ্যোক্তা রবিন খান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন ব্র্যাক ভলান্টিয়ার মোসাঃ ফারজানা আক্তার কলি,  মোসাঃ শারমিন আক্তার মিম প্রমুখ।

এছাড়াও এ কর্মশালায় জাহাঙ্গীর নগর  ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও মসজিদের ইমাম প্রতিনিধি, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Share.
Exit mobile version