অনলাইন ডেস্ক।। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ২০৪১ সালে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ৪০ শতাংশ নিশ্চিতে গবেষণা গুরুত্ব দেবে সরকার।

কপ ২৬’এ বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন ২০৪১ সালের মধ্যেই ৪০ শতাংশ নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে চায় বাংলাদেশ। সেলক্ষ্যে দেশের গ্রামীণ অংশে ব্যপক ব্যবহার চলছে সৌরবিদ্যুতের। তবে এই প্রযুক্তির ব্যবহারে বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রতারণাসহ ব্যাপক হয়রানির স্বীকার হয় ভোক্তারা। এ লক্ষ্যেই বিসিএসআইআর উদ্ভাবন করেছে সূর্যবিদ্যুত অ্যাপ।

নিজস্ব বিজ্ঞানীদের গবেষণায় দেশে প্রথমবারের মতো তৈরি করা হলো এই অ্যাপ।
বিসিএসআইআর এর চেয়ারম্যান বলেন, সৌরবিদ্যুত প্রযুক্তি ইন্সটলেশনসহ রক্ষণাবেক্ষণ সবকিছু নিজেই করতে পারবেন ভোক্তারা।

এক প্রশ্নের উত্তরে এই অ্যাপ এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বলেন, ভোক্তারা এই অ্যাপ থেকে পাবেন তাদের ইন্সটলেশন পরবর্তী সমস্যার সমাধানও।

এদিকে, নতুন উদ্ভাবিত এই অ্যাপ নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এক নতুন দিগন্ত উন্মোচন করলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share.
Exit mobile version