কে এম সোহেব জুয়েল :– সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নিজ জন্মভূমি বরিশালের গৌরনদী উপজেলাধীন সরিকল এর মটিতে ঈদুল আযহার নামাজ আদায় করলেন বিএনপি’র মিডিয়া সেল এর প্রধান, বরিশাল -১ আসনের সাবেক সাংসদ, গণমানুষের নেতা জনাব এম. জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৮ জুন, ২০২৩) সড়ক পথে রাত আনুমানিক ০৯ টার দিকে তিনি সরিকল গ্রামের নিজ বাড়িতে এসে পৌছেন। তার আগমনে উজ্জীবিত হয় গৌরনদী – আগৈলঝাড়ার জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) নেতা কর্মিরা। তিনি বাড়িতে পৌঁছে অপেক্ষমান বিএনপি’র হাজারের অধিক নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
২৯ জুন বৃহস্পতিবার সকাল ৮ টায় সামাজিক ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্ধাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশ-জাতি ও মুসলীম উম্মাহ’র কল্যান ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন । একইসাথে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
তিনি তার বক্তব্যে স্হানীয় প্রশাসনের পেশাদারী ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এবং সংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, তাই নিজ নিজ অবস্হানের ভিতর থেকে সঠিক দায়িত্ব পালন ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান।
তিনি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্ধাদের সাথে নিয়ে ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাইকে নিয়ে নিজ বাড়িতে তার মরহুম পিতা-মাতা ও পূর্ব পূরুষগনের কবর জিয়ারত করেন।
অতঃপর তিনি আগত সর্বসাধারণের সাথে কুশল বিনিময় সহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তার নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলের তৃনমূল নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে, দেশে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত আগামীর সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের জন্য দলের নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি আহবান জানান। অতঃপর তিনি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন।
সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি বিকেল ৪ টার দিকে বরিশাল শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান।