বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ বাবুগঞ্জে প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে উন্নত করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ০২ (দুই) মাস মেয়াদি কোর্সের উদ্বোধন করা হয়েছে মোট ৪০ জন যুবক ও যুবতী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ট্রেনিংয়ের বই বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়নের এইচ এম রেজাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, প্রশিক্ষক মো: ফারুক আহমেদ (রেজভী), বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিয়া রোকন, সাংবাদিক নুরে আলম সহ উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

Share.
Exit mobile version