কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জে রাস্হার বেহাল দশায় দু:র্ভোগে পরতে হয়েছে হাজারো মানুষের। এমনটি দেখা গেছে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের ধোঁপাবাড়ির সম্মুখ থেকে পেড়িয়ে পাশ্ববর্তী উপজেলা উজিরপুর ভরসাকাঠির মুক্তিযোদ্ধা বাজারে যাওয়ার সড়কটির বেলায়।

অপরদিকে এই সড়ক পেড়িয়ে উজিরপুর এলাকা বা দক্ষিণাঞ্চলের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীরের গ্রামের বাড়ি রহিম গঞ্জের জাহাঙ্গীর নামক স্মৃতি স্মরনে জাদুঘর দেখতে প্রতিনিয়ত আসেন হাজারো মানুষ।

স্বাধীনতার দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোন জনপ্রতিনিধীরা ফিরে তাকায়নি এ রাস্হার দিকে এমন আক্ষেপ করে স্হানীয়রা বলেন, বছর দেরেক পূর্বে দায়সারা ভাবে কোন এক জনপ্রতিনিধী নামকাস্হে এক ইট বিছিয়ে রাস্হার কাজ করে গেলেও এ মৌসুমে বর্ষার পানিতে ইট গুলি ধুয়েমুছে কাঁদা মাটিতে মিশে গেছে। ফলে জন দুর্ভোগে পরতে হয়েছে দুই উপজেলা সহ বীরশ্রেষ্ঠের জাদুঘর দেখতে আসা দুরদুরান্তের দর্শানার্থীদের। তাই অতিদ্রুত জনদুর্ভোঘ এরাতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Share.
Exit mobile version