নিজস্ব প্রতিবেদক।। বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউপির শাহজিরা গ্রামের ফরাজি বাড়ি সংলগ্ন খালের ওপর আয়রন ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটি সংস্কারের অভাবে অত্যন্ত নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ব্রিজটির একপ্রান্তে সিমেন্টের সম্পূর্ণ ঢালাই ভেঙে পানিতে ক্ষয়ে পড়ছে।  ক্রস অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ব্রিজটি ব্যবহার এখন অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমান সময়ে এলাকাবাসী   বাঁশ বেঁধে ব্রিজটির ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন।  ঝুঁকি নিয়ে  ব্রিজটি দিয়ে পায়ে হেটে চলাচল করতে হয়। ব্রিজটি দিয়ে পারাপারের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার আতংকে থাকেন। 

স্থানীয়রা জানান, বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই প্রতিদিন শাহজিরা গ্রামের মানুষজন সহ অন্য এলাকার শত শত মানুষ দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে চলাচল করছেন।  তাই দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পাড়ে বড় ধরনের দূর্ঘটনা। ভুক্তভোগীরা দ্রুত ব্রীজ সংস্কারের দাবী জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা  সাবেক চেয়ারম্যান ও ছাত্র নেতা জাকির হোসেন সান্টু বলেন , ব্রিজটি অত্যান্ত ঝুকিপূর্ণ। ব্রিজটি অনেক পুরাতন তাই যেকোন সময় পুরোটাই  ভেঙ্গে খালে পড়ে যেতে পারে। মানুষজনদের চলাচল করতে খুবই কষ্ট হয়।  ইতিমধ্যে এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে,তাই বিষয়টি গুরুত্ব সহকারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রীজের নির্মাণ শুরু হবে বলে বিশ্বাস করি।

Share.
Exit mobile version