কে এম সোহেব জুয়েল :বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের সংখ্যা লঘুর পরিবারকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে এক ভূমি দস্যু পরিবার।

এ ঘটনাটি ঘটছে শনিবার সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে আগরপুর গ্রামের মৃত কালাচাদ শীলের পুত্র কমল শীলের বাড়িতে। স্হানীয় সুত্রে জানাগেছে, আগরপুর গ্রামের ভূমিদস্যু আবুল হোসেন দফাদারের নয়া কৌশল করে বাবুগঞ্জ মৌজার আগরপুর জেল নং – ১০ বিএস খতিয়ান নং – ৭২২ বি এস দাগ নং ১৮৯ জমির পরিমান – ৭ শতক সংখ্যা লঘুর সম্পত্তি নিজের নামে দলিল ও রেকর্ড করে নেয়।

আবুল হোসেনের মৃত্যুর পর তার ( আবুল হোসেন) পুত্র শাহীন ৩৮ শওকত ৩৫ শাওন ৩০ ওই সম্পত্তি দখলের জন্য ভারাটিয়া সন্ত্রাসী নিয়া কমল শীলের বাড়িতে আসে। এ সংবাদ ছরিয়ে পরলে স্হানীয় দুই শতাধিক লোক ভূমী দস্যু শাহীন গংদের ধাওয়া করলে পালিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে রক্ত ক্ষয়ি আসংখ্যা করেছে সুসলিম সমাজ ও স্হানীয় সচেতন মহলের লোকজন। এ ব্যাপারে মামলার প্রস্হতি নিচ্ছে অসহায় ভুক্তভোগী পরিবারের লোকজন।।

Share.
Exit mobile version