অনলাইন ডেস্ক।। যশোরের লেবুতলায় বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় বাস চালক মিজানুর রহমান মিজা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার (০৭ জুলাই) সন্ধ্যায় শ্রমিক নেতাদের মাধ্যমে তিনি আত্মসমর্পণ করেন।
পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন বাসচালক মিজানুর রহমান মিজা। ছবি: সময় সংবাদ
পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন বাসচালক মিজানুর রহমান মিজা। ছবি: সময় সংবাদ
জুয়েল মৃধা

তার দাবি, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। ইজিবাইক চালক হঠাৎতার বাসের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চালক মিজানকে দুর্ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে এবং আগামীকাল (০৯ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির মেয়ে খাদিজার চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন তার স্ত্রী তিন সন্তান খাদিজা, হাসান, হোসেন, শাশুড়ি মাহিমা, খালা শাশুড়ি রাহিমা ও তার মেয়ে জেবা। ইজিবাইকযোগে যশোর যাবার পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় ইজিবাইকটিকে সামনাসামনি চাপা দেয় এবং ঠেলে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল চালককেও ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক মুসা, একই পরিবারের ৫ জনসহ ৭ জন মারা যান। এছাড়া আরও তিনজন আহত হন। তারা চিকিৎসাধীন।

দুর্ঘটনার ঘটনায় নিহত হাসান-হোসেনের নানা ছোটন মুন্সি বাদী হয়ে অজ্ঞাতনামা বাসচালক ও হেলপারের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ ঘাতক চালককে আটকের জন্য অভিযান শুরু করে। একই সঙ্গে শ্রমিক নেতাদের এ বিষয়ে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। এরপর শ্রমিক নেতারা আজ সন্ধ্যায় বাস চালক মিজানুর রহমান মিজাকে থানায় নিয়ে আসেন।

চালক মিজানুর রহমান মিজার দাবি, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। ইজিবাইক চালক হঠাৎ তার বাসের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানিয়েছেন, চালক মিজানকে দুর্ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share.
Exit mobile version