বিশেষ প্রতিনিধি।। পদ্মায় পানি বৃদ্ধিতে বেড়ে গেছে স্রোতের তীব্রতা। এ কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের বিপরীতে ফেরিগুলো ঘাটে আসতে দ্বিগুনেরও বেশি সময় লাগছে।

স্বাভাবিক সময়ে যেখানে ফেরি পারাপারে ২০-২৫ মিনিট সময় লাগতো বর্তমানে তীব্র স্রোতে চলাচল করতে সময় লাগছে প্রায় ১ ঘন্টা।

নদী পার হতে দ্বিগুনেরও বেশি সময় লাগায় সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে পরিবহনগুলোর। এদিকে স্রোতের তীব্রতায় দুই থেকে তিন কিলোমিটার ঘুরে ফেরিগুলোকে ঘাটে ভিড়তে হচ্ছে। KSRM
কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরিঘাট পার হয়ে ঢাকা যেতে ট্রাক নিয়ে এসেছেন আমজাদ হোসেন। সপ্তাহে তিন চারদিন এ নৌরুট হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যান তিনি। কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে নদীতে পানি বৃদ্ধি কারণে তীব্র স্রোতে ফেরি পার হতে এক ঘন্টারও বেশি সময় লাগায় সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না। তার মত আরও বাস ও ট্রাক চালকেরা পরেছেন একই সমস্যায়।

যাত্রী শহিদুল ইসলাম বলেন, যানজট না থাকলেও স্রোতর বিপরিতে ফেরি ঘাটে ভিড়তে সময় লাগছে দ্বিগুন, এতে গন্তব্যে যেতে আমাদের সময় বেশি নষ্ট হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে আগের চেয়ে ফেরি ঘাটে ভিড়তে দ্বিগুন সময় লাগছে। তাছাড়া আর কোন সমস্যা নেই।

বর্তমানে চারটি ফেরিঘাট সচল রয়েছে। ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Share.
Exit mobile version