রফিকুল ইসলাম রনি।। বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির সন্তান ও কর্মীবান্ধব রাজপথের লড়াকু সৈনিক খন্দকার রাজু আহমেদ । তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষাজীবনেই ছাত্রলীগ  রাজনীতিতে জড়িয়ে পড়েন ওতপ্রোতভাবে। তার রাজনীতি যাত্রা শুরু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন।  

জাহাঙ্গীর নগর  ইউনিয়ন এর খন্দকার  পরিবারের এই  সন্তান ছাত্রজীবন থেকেই  বিপ্লবী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। এমনকি বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক।

এছাড়াও দলীয় যে কোনো কর্মসূচিতে সবচেয়ে বেশি ছাত্র লীগ  নেতাকর্মী নিয়ে হাজির হওয়া বাবুগঞ্জের  মধ্যে একমাত্র ব্যক্তিত্ব তিনি। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া খন্দকার রাজু আহমেদের বড় ভাই ওয়াসিম উদ্দিন জুয়েল  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি।

তিনি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী  হিসেবে রয়েছেন।

 খন্দকার রাজু আহমেদ বলেন , আমি দলের অনুপ্রবেশকারী না। ছাত্রজীবনের শুরু থেকে  সততার সঙ্গে ছাত্র রাজনীতি করে আসছি।  তিনি বলেন আমি টেন্ডারবাজি চাঁদাবাজি মাদকের সঙ্গে কখনো নিজেকে জড়ায়নি। ছাত্রলীগ থেকে রাজনীতি হাতেখড়ি।

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে শেখ হাসিনার দেখানো পথে নিজেকে অবিচল রেখেছি ও রাখবো। দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ  মহাদয় ও বাবুগঞ্জ  থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ  যদিমনে করে আমি সভাপতি পদের জন্য যোগ্য প্রার্থী। তাই তারা যে রায় দিবেন আমি মেনে নিবো।

Share.
Exit mobile version