রফিকুল ইসলাম রনি :- বরিশাল জেলার বাবুগঞ্জের আগরপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালন করেছে আওয়ামী লীগ।
শনিবার (২৬ আগষ্ট) বিকাল ৪টার সময়ে জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কোরআন খানি, মিলাদ-মাহফিল, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।
সভায় প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাঃ আক্তারুজ্জামান মিলন।
এছাড়াও জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন খন্দকার, ধর্মবিষায়ক সম্পাদক মাওলানা কাজী আব্দুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: এবায়েদুল হক শাহীন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক রিফাত জাহান তাপসী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর কবির সবুজ প্রমুখ।
তখন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান সহ-প্রচার সম্পাদক শামিম খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার আলী মাঝী, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন আনিচ মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুরুজ সিকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন শরীফ, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি রানা চাপরাসি, সাধারণ সম্পাদক হাছানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ যারা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরন করেছিলেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল রানা, আরিফ হোসেন, মনির হোসেন, ইমন কবিরাজ, ফাহাদ হোসেন সহ ছাত্রলীগ নেতারা সেচ্ছা সেবকের দ্বায়িত্ব পালন করে। অনুষ্ঠান সফল করার লক্ষে একটি বৃহৎ রেলী বের করে ওই ছাত্রলীগ নেতারা।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া-মোনাজাত শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।