বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। বাবুগঞ্জ  উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ ৬ জন ইউপি সদস্যদের বিরুদ্ধে সরকারি চাল আত্মসতের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা আক্তার লিপি।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করিয়া রির্পোট প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় লিপি আক্তার অভিযোগ করেন, টিসিবি, রেশন কার্ড, নন ওয়েজ এলজিএসপি, জেলেদের জন্য চাল, মাতৃত্বকালীন ভাতা সহ সরকারি অনুদান আত্মসাৎ করে আসছেন আসামীগন । গত ২২-২৩ অর্থবছরের ৩টি প্রকল্পে মোট ১৭ মেট্রিক টন ২৯১ কেজি চাল আত্মসাৎ করেছেন তারা।
অন্যান্য আসামিরা হলেন একই ইউনিয়ন পরিষদের সদস্য, মাহবুবুর রহমান সিকদার, খলিলুর রহমান মৃধা, মোহাম্মদ আলী বেগ, মো: শাজাহান বাদশা, বশির সিকদার, আবুল বাশার।

মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আমার জনপ্রিয়তা ও মান সম্মান ক্ষুন্ন করার জন্য লিপির মাধ্যমে এই বানোয়াট ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়েছেন। চলিত বছরের জুলাইয়ে জয়নাল ও লিপি এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেন এব্ং লিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার ও আমার সকল ইউপি সদস্যদের নামে বাজে মন্তাব্য করতে থাকেন। এক পর্যায়ে আমার তার বিরুদ্ধে চলিত বছরের ৯ আগস্ট বরিশাল জেলা দায়রা জজ আদালতে আইসিটি আইনে একটি মামলা দায়ের করি এবং তার মোবাইল এয়ারপোর্ট থানায় জব্দ হয় । যেটি বর্তমানে তদন্ত চলছে। ফাতেমা আক্তার লিপি পাবলিক প্লেসে ধুমপান করায় তাকে শোকাজ করি। এসব করনেই আমাদের ওপরে ক্ষিপ্ত হয়ে জয়নালের পরামর্শে মামলা দিয়েছেন। তার ধুমপান করার দৃশ্য ভাইরাল হয়েছে ফেসবুকে।

তিনি আরো বলেন মামলার ঘটনা বাবুগঞ্জ খাদ্য গুদাম আর স্বাক্ষী হলো মাধবপাশা ইউনিয়নে। কিন্তু স্বাক্ষীরা তো কোন জনপ্রতিনিধি না। স্বাক্ষী গন কি কারনে বাবুগঞ্জ গোডাউনে গিয়ে ছিল। তাহারা ডিলারও নয় বা লেবার ও নয়। কি ভাবে স্বাক্ষী হলো এই মামলার।

Share.
Exit mobile version