নিজস্ব প্রতিবেদক।।  ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য মো: জাকির হোসেন কে রবিবার বিকালে ২ ঘটিকার দিকে টেনে-হিচঁড়ে চর, থাপ্পর, এবং লাঠি পেটা করার অভিযোগ ওঠেছে মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনা ঘটে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে । বর্তমানে ওই ইউপি সদস্য মো: জাকির হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করছেন।

এ ঘটনার বিবরণে জাকির হোসেন বলেন, মাধবপাশা ইউনিয়ন পরিষদে ২৬ টি টিউওবয়েল আসছে আমার নামে একটি টিউওবয়েল দেয়ার কথা ছিল কিন্তু চেয়ারম্যান কেটে নিয়েছে তখন বাদশা মেম্বর ও ছিলো। আমি টিউবওয়েল এর কথা বলতেই চেয়ারম্যান আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে উঠে। অনেক গালাগালি করে এবং আমাকে অনেক মারধর করে লাঠি দিয়ে।সারা মাধবপাশা বাসি জানে আমি অনেক আগে থেকেই অসুস্থ ছিলাম এখনো আছি। শুধু আমার সাথে নয় সকল মেম্বারদের সাথেও তার মতের বিরোধ আছে। ইউপি সদস্য বাদসার সাথেও আজ কাটাকাটি হয়।

চেয়ারম্যান সিদ্দিকুর রহমান অভিযোগ স্বীকার করে বলেন, জাকির আগে আমার গায়ে ঘুষি মেরেছে ও ক্রেস্ট ছুড়ে মেরেছে তারপরে আমি জাকির কে মেরেছি।

এই ঘটনায় চেযারম্যানর বিরুদ্ধে মাধবপাশা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মী তীব্র নিন্দা জানান। এবং মাধবপাশা ইউনিয়নের সর্বস্তরে জনগণ ও মেম্বারগণ ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে রেখেছে। এবং চেয়ারম্যানের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানিয়েছেন। আর যদি সঠিক বিচার না হয় তাহলে তারা নিজের হাতেই আইন তুলে নিবেন হুংকার দেন।

Share.
Exit mobile version