বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের বাজারে উঠেছে নতুন আলু। ব্যবসায়ীরা ১২০টাকা কেজিতে কিনে সেই আলু খুচরায় বিক্রি করছেন ২০০ টাকা কেজিতে।
আজ শনিবার শহরের রেলবাজার ও বাহাদুর বাজারসহ বেশ কয়েকটি বাজারে ২০০ টাকা কেজিতে নতুন এই আলু বিক্রি করতে দেখা গেছে। গত বছর নবান্ন উপলক্ষে বাজারে উঠা নতুন আলু বিক্রি হয়েছিল ৪০০ টাকা কেজি দরে।
গতকাল শুক্রবার সদর এলাকার এক চাষি আগাম জাতের আলু তুলে এনে বাহাদুর বাজারে পাইকারি বিক্রি করেন। রেলবাজারে আলু এনেছিলেন সদর উপজেলার রানীগঞ্জ এলাকার আনোয়ার হোসেন নামে এক চাষি।
নতুন দেশি জাতের আলু খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা কেজি। আর সর্বনিম্ন বিক্রি হয়েছে ১৪০ টাকায়।
বছরের নতুন সবজি ও নবান্ন উৎসবকে সামনে রেখে আলুর দাম বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। আজ শনিবার সকালে রেলবাজারে ২০ কেজি ও বাহাদুর বাজারে ৫০ কেজির মতো আলু আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছন।
আলু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ৫০ কেজি আলু বাহাদুর বাজারের এক ব্যবসায়ীর কাছে ১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। বাকি আলু পরিপক্ক ও বড় হলে তুলব।
কাঁচামাল ব্যবসায়ী কমল সরকার বলেন, ২০ কেজি আলু ১২০ টাকা দরে কিনে ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।
বাজার করতে আসা প্রদীপ চন্দ্র রায় বলেন, শনিবার আমাদের নবান্ন।