রাঙা প্রভাত ডেস্ক।।  জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে ১৪ দলীয় জোটের প্রভাবশালী নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অবশেষে বরিশালের নিজ জন্মভূমি বরিশাল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দ্বীতার লক্ষ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ফিরোজ।

এসময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোজ্জাম্মেল হক ফিরোজ বলেন, বাবুগঞ্জ থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জোটের সিদ্ধান্তে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে রাশেদ খান মেনন বরিশাল-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

৫ বারের নির্বাচিত এই সংসদ সদস্য বরিশাল- ৩ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করায় অন্য প্রার্থীদের নির্বাচনী হিসাব পাল্টে গিয়েছে।

উল্লেখ্য, রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে এ অঞ্চল থেকে এমপি নির্বাচিত হয়েছেলিনে এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-০৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাঁচ বারের সফল পার্লামেন্টিরিয়ান রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও সমাজ কল্যান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

Share.
Exit mobile version