নিজস্ব প্রতিবেদক।। বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। আহতদের বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার  মুন্ডপাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ট্রলি ড্রাইভার সোরাব হাওলাদার (২৮) এবং একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হেলপার রুবেল হাওলাদার। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশে ১০ জন যাত্রী নিয়ে রওনা দিয়ে উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলিটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।  সড়কের পাশে বড়  গাছের সাথে  আটকে যায় বাসটি।

সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর ফয়ার সার্ভিস, থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়েছে।

Share.
Exit mobile version