বিশেষ প্রতিনিধি।। গৌরনদীতে পুর্বশত্রতার জেরে খরের পালায় আগুন দেয়ার ঘটনায় ত্রিপল নাম্বারে ফোন দিয়ে ঘটনা স্হানে পুলিশ উপস্থিতি করিয়েছেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের পুর্ব আধুনা গ্রামের মো: সিদ্দিক বেপারির পুত্র সাইফুল বেপারি ৩৫।
সাইফুল জানায় আমার বসত বাড়ির সন্নিকটে চায়ের দোকান নির্মান করেন একই গ্রামের স্বপন শিকদার,। ওই দোকানে বসেই প্রতিপক্ষ রিফাত শিকদার ১৮,বসার শিকদার ২৫, রাব্বি শিকদার ২২,আরাফাত শিকদার ২০, সাইদুল শিকদার ৫০, রুবেল শিকদার ১৮ নানা অপকর্মের নিল নকশা তৈরি করে আমাদের বিভিন্ন রকম ক্ষতি করে আসছেন তারা।
এর প্রতিবাদ করায় গত ১৯ মে ২০২৩ ই্ং আমার পিতা মো: ছিদ্দিকুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত যখম করলে স্হানীয়রা উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গৌরনদী থানায় উল্লেখিতদের আসামী করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়। তারি ধারাবাহিকতায় পুর্বশত্রিতার জের ধরে ২৪ ডিসেম্বর ২০২৩ ইং রবিবার গভীর রাতে এসকল চিহ্নিত সন্ত্রাসীরা তাদের খরের পালায় আগুন দিয়েছেন বলে জানিয়েছেন সাইফুল বেপারী। তাই এদেরকে চিহ্নিত করে প্রশাসনের সর্ব মহলে দৃৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাইফুল ও তার পরিবারে লোকজন।