রাঙা প্রভাত ডেস্ক।। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থীতা বাতিল হওয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জনসভার মাঠে প্রবেশের সময় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজ সিকদার (৫৮) জেলার হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে।
তিনি স্বতন্ত্র প্রার্থী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমর্থক বলে দাবি করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা। তিনি আরও বলেন, মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকতে ছিলাম। আগে থেকে অবস্থান নেয়া ড. শাম্মী আহমেদের অনুসারীরা মিছিলে বোতল নিক্ষেপ শুরু করে। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন শাম্মির লোকজনে লাঠি দিয়ে পিটিয়ে কমপক্ষে ২০ জনকে আহত করে। গুরুত্বর আহত ১০ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থা সিরাজ সিকদারের মৃত্যু হয়।
ড. শাম্মী আহমেদের অনুসারী হিজলা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ বলেন, তারা পূর্ব থেকে জনসভাস্থলে ছিলেন। পঙ্কজ দেবনাথ অনুসারীরা প্রবেশ করে মারামারি শুরু করে। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন নিচে পরে সিরাজ সিকদার অসুস্থ হয়ে পরলেও তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত সিরাজ সিকদার শাম্মি আহমেদের অনুসারী বলে দাবি করেছেন সৈয়দ মঞ্জুর মোর্শেদ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিচুল হক বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।