রফিকুল ইসলাম রনি ।। দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১২১ (বাবুগঞ্জ-মুলাদী)- ৩  আসনে স্বতন্ত্র  প্রার্থী আতিকুর রহমানকে ২৭৬৮৭ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। তিনি এ আসনে এবার নির্বাচিত হয়ে   তিন বারের সাংসদ নির্বাচিত হন।
সোমবার রাতে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউপির তার গ্রামের আগরপুর মিয়া বাড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবিন্দ ও এলাকাবাসীর  সাথে কুশল বিনিময় করেন নব নির্বাচিত সংসদ গোলাম কিবরিয়া টিপু  এসময় হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি ।
তিনি বলেন, আমি প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদকে,  তারপর স্মরণ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি ৭ জানুয়ারি মহাজোট  প্রার্থী হিসেবে আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন সহ যারা বাবুগঞ্জে লাঙ্গল মার্কার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য।
এদিকে মঙ্গলবার সকালে মুলাদী উপজেলার আওয়ামী লীগের দলীয় লোকজন এবং জাতীয় পার্টি দলীয় নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সাথে দেখা করতে আসেন এবং তাকে ফুলেল শুভেচছা জানান।
Share.
Exit mobile version