শীতকাল
মোঃ সাইফুল ইসলাম (বেলাল)

এসেছে শীতকাল
আমার অবস্থা হয়েছে বেহাল
কন কনে শীতে যেতে হয় অফিসে।
এসেছে শীতকাল
খেতে হবে খেজুরের রস,
যেতে হবে বাড়ি খেতে হবে
মায়ের হাতে বানানো
ভাপা পিঠা এবং চিতই পিঠা।
এসেছে শীতকাল
ঘন কুয়াশায় ভরা রাস্তাঘাট
মাঠে ফুটেছে সরিষার ফুল,
এসেছে শীতকাল
গ্রামের বাড়ির আঙিনায়
গাধাঁ ফুলের সুগন্ধিতে মন ভরে যায়।

Share.
Exit mobile version