রাঙা প্রভাত ডেস্ক।।
প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্স নেই, অনলাইন ডেটাবেইজে কোনো আবেদনও মেলেনি বলে ইউনাইটেড মেডিকেল হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি খতনা করাতে গিয়ে আয়ান আহমেদ নামে এক শিশুর মৃত্যুর পর রোববার সন্ধ্যায় এ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ আদেশ দিয়েছেন।
জানতে চাইলে ডা. মঈনুল আহসান বলেন, “শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আমরা ওই হাসপাতাল পরিদর্শনে গেলাম। তারা আমাদের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারে নাই। আমাদের অনলাইন ডেটাবেইজে এই নামে কোনো আবেদন নেই, এমনকি কোনো লাইসেন্সও নেই।
তবে ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন্স ম্যানেজার আরিফুল হক বলেন, “আমরা এখনও এ ধরনের কোনো আদেশের কপি পাইনি।”