নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির বিভিন্ন খালে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর বাবুগঞ্জের আগরপুর এলাকার নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, থানা পুলিশ ও আগরপুর তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ১৩টি ট্রলার থেকে প্রায় ২০ লাখ টাকা মুল্যের ৪০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।
বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত জাল আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।