গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।  নির্ধারিত মূল্যে খামারিদের মুরগির বাচ্চা না দিয়ে তা কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে আফতাব হ্যাচারির এক কর্মকর্তার বিরুদ্ধে। কালো বাজারে বাচ্চা বিক্রির ফলে তিনশ’ ব্যবসায়ী ও খামারী ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।

আফতাব হ্যাচারীর ডিলার ও উপজেলার মাহিলাড়া বাজারের ব্যবসায়ী জামাল সরদার সহ একাধিক খামারীরা অভিযোগ করেন বলেন, পোল্ট্রি মুরগির বাচ্চা খামারিদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সরকারি ভাবে প্রতিটি মুরগির বাচ্চার মূল্যে ৫২ টাকা নির্ধারন করা হলেও আফতাব হ্যাচারীর মার্কেটিং অফিসার হুমায়ুন কবির আমাদেরকে বাচ্চা সরবরাহ না করে অতিরিক্ত লাভে বাচ্চা কালো বাজারে বিক্রি করে দিচ্ছে। এতে আমার (জামাল) প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। পোল্ট্রি শিল্পকে রক্ষায় সরকারি দামে সঠিক সময়ে বাচ্চা সরবরাহ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন খামারীরা। তবে আফতাব হ্যাচারীর মার্কেটিং অফিসার হুমায়ুন কবিরের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

Share.
Exit mobile version