মিয়া রোকন >বাবুগঞ্জ থেকে: বরিশালের বাবুগঞ্জ উপজেলা মিরগঞ্জ বাজারে বিগত একশো বছরেও সুষ্ঠাভবে কোন বাজার কমিটি হয়নি শুধু বারবার পকেট কমিটি বানানো হয়েছে। এই বাজারে প্রায় দুইশত দোকান আছে প্রত্যেক দিন সকাল, বিকাল,কাচা বাজার বসে এবং এই বাজারের উপর দিয়ে সকাল থেকে রাতভর দই উপজেলার সাধারণ মানুষ চলাচল করে। তাছাড়া বাজারের উপর দিয়ে চলে তিনটি খেয়াঘাট কিন্তু নাই কোন শৌচাগার, বাজার ব্যবসায়ীদের নাই কোন নিয়মাবলী এবং বাজারের কোন উন্নতি হচ্ছে না।
তাই ব্যবসায়ীদের অভিযোগ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান তিনি জেন খুব শিঘ্রি তদন্ত করে ব্যবস্থা নেয় এবং মিরগঞ্জ বাজার নির্বাচন ঘোষনা করেন। তবেই এই মিরগঞ্জ বাজার প্রাণ পাবে।