মিয়া রোকন : বাবুগঞ্জ থেকে: বরিশালের বাবুগঞ্জ  উপজেলা মৎস্য অধিদপ্তর ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদেরযৌথ অভিযানে আগরপুর স্টীল ব্রীজের রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২ টা ৩০ মিনিটের দিকে১০ লাখ বাটা মাছের রেনু ও মাল বাহী একটি পিকআপ থেকে ৮ টি ড্রামসহ ৫ জন কে আটক করা হয়।

জব্দ কৃত পোনা আড়িয়াল খা নদীসহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয় অবমুক্ত করা হয়েছে এবং ২ জন কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে। ৩ জন অপ্রাপ্তবয়স্ক বিধায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় একটি মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জনকে জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুব্রত বিশ্বাস দাস।

বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগরপুর স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি পিকআপ আটটি ড্রামে বাটা মাছের রেণু সহ ৫ জনকে আটক করা হয়। বাবুগঞ্জ থানার আগরপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এই অভিযান সফলভাবে করতে সক্ষম হই।

Share.
Exit mobile version