বরিশাল অফিস:-  জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেঁতলা গ্রামের বাসিন্দা বিকাশ গাইন কালুকে (২৫) পূর্ব বিরোধের জেরধরে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর শুক্রবার সকালে বানারীপাড়া প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি করেন। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, কালু হত্যা মামলার আসামি সবুজ ও স্বপন এলাকায় বসে মাদক সেবন ও চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধের সাথে যুক্ত ছিলো। দীর্ঘদিন পূর্বে তাদেরকে এলাকা ছাড়া করা হয়। এলাকা ছাড়া করার বিষয়ে বড় অবদান ছিলো নিহত বিকাশ গাইন ওরফে কালুর।

তাই পরিকল্পিতভাবে গত ১৩ ডিসেম্বর রাতে কালুকে উল্লেখিতরা হত্যা করেছে। নিহত কালুর মা ঝর্ণা গাইন তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি করে কান্নায় ভেঙ্গে পরেন।

কবিতা গাইন নিহতের বোন জানায়, গত ১১ ডিসেম্বর কাজের সন্ধানে তার ভাই কালু ঢাকার যাত্রাবাড়িতে বসবাসরত একই গ্রামের বেল্লালের কাছে যায়। বেল্লাল একটি ফার্নিচারের দোকানে কালুকে চাকরি দেয়। মাত্র একদিন চাকরি করার পর একই গ্রামের দেবেন্দ্রনাথ গাইনের পুত্র সবুজ গাইন (২২) ও তার বন্ধু আবতাফ হোসেন স্বপন (২৪) গত ১৩ ডিসেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে কালুর কর্মস্থলে হাজির হয়। তারা কৌশলে কালুকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ নিয়ে হত্যা করে। ওইদিন রাতেই পুলিশ সিদ্ধিরগঞ্জ উপজেলার বালুর মাঠ নামকস্থান থেকে কালুর লাশসহ ঘটনাস্থল থেকে সবুজ গাইন ও স্বপনকে আটক করে।

এ ঘটনায় নিহত কালুর ভাই গোবিন্দ গাইন বাদি হয়ে গত ১৬ ডিসেম্বর রাতে সবুজ গাইন ও স্বপনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। নিহত কালুর লাশের ময়নাতদন্ত শেষে ১৬ ডিসেম্বর সকালে গ্রামের বাড়িতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় ।

Share.
Exit mobile version