রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতাকে নিয়ে হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার সব ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে।

চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন প্রতিদিনই নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার মহল্লায় গণসংযোগ ও পথসভা করছেন। তিনি প্রচার প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করেছেন । তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

তিনি যুবক যুবতীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির সন্তান উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।

সরদার মোঃ খালেদ হোসেন স্বপন বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করবে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমি জয়ী হব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। পাঁচ জুন নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

Share.
Exit mobile version