রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী তামান্না আক্তার হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকালে আগরপুর প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তখন এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়েদুল হক শাহীন, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান জামাল, আগরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ দাস, অবিভাবক রানী বেগম, নিহত স্কুল ছাত্রীর পিতা আমির ফকির, মাতা তানজিলা বেগম প্রমুখ।

হত্যার ১১ দিন পরও ঘাতকদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩ মে  বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউপির আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তামান্না আক্তার (১০) উজিরপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের একতলা ভবনের ছাদে ওঠার দরজার আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। থানা পুলিশ মামলা নিতে ঘুড়িমুশি করলে বরিশাল কোর্টে মামা সুলতান হাওলাদার সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তামান্না আক্তারের মা তানজিলা বেগম।

মানববন্ধনের এক অংশ।
Share.
Exit mobile version