নিজস্ব প্রতিবেদক।। বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

সোমবার (২৪ জুন ) সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচ খোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যান চালক আয়নাল প্যাদা (৫৮) ও মাছ বিক্রেতা বরুণ দাস (৬০)। নিহত আয়নাল প্যাদার বাড়ি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর গ্রামে এবং বরুণ দাসের বাড়ি গৌরনদী উপজেলার সরিকল ইউপির সাকোকাঠী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি আগরপুর থেকে মাছ আনতে মাহিলাড়া বাজারে যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর বাটাজোর ইউপির বাইচ খোলা নামক স্থানে অতিক্রম সময় একটি ট্রাক বরিশাল অভিমুখে যাওয়ার সময় ব্যাটারি চালিত ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনা স্থলেই ভ্যান চালক ও মাছ আনতে যাওয়া যাত্রী মৃত্যু বরণ করেন। ট্রাক আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version