রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জে তিনদিন ব্যাপী অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ।

অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ নিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার (২৮ জুন ) সকালে উপজেলার খানপুরা রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার আরাফাত হোসেন, সহকারী অফিসার শুভজিৎ রায়, আইটি অফিসার ইমরান হোসেন ও কামাল হোসেন।

অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষণে উপজেলার দুটি জোনের ৬০ জন গণনাকারী অংশগ্রহণ করেন।

অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণার্থী গনণাকারীগন।
Share.
Exit mobile version