নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর-লাসঘাটা খালের পাড় ঘেঁষে নতুন রাস্তা নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানাগেছে, খাল ঘেষে আগরপুর থেকে লাস ঘাটা পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মান করলি চরউত্তর ভূতের দিয়া এলাকার কৃষকদের ফসল রক্ষা পাবে মৌসুমি আবহাওয়ার জলোচ্ছাস ও বন্যার পানি থেকে। তাছাড়াও ওই এলাকার লোকজনসহ ছাত্রছাত্রীরা সহযে নতুন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। ভারি বৃষ্টি ও বন্যার সময়ে আগরপুর লাস ঘাটা খালের পানি অতিরিক্ত হওয়ায় খালের পাড় তলিয়ে ফসলি জমিতে পানি ডুকে কৃষকের শস্য নষ্ট হয়ে যায়। তাই চরউত্তর ভূতেরদিয়া এলাকা বাসী এবং খালের পাড়ের বসবাসরত লোকজন নতুন একটি রাস্তা নির্মান করিতে সরকারের কতৃপর্ক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন।

ওই এলাকার মোঃ হযরত আলী বলেন, বন্যা ও বর্ষার পানিতে খাল তলিয়ে আমার বাড়ি পানি ডুকে ও এলাকার কৃষকভাইদের রোপিত ফসল নষ্ট হয়ে যায়। তাই খালের পাড় ঘেসে একটি রাস্তা তৈরি করে দিলে আমরা সরকার ও যথাযথ কর্তৃপর্ক্ষের নিকট কৃতজ্ঞ থাকতাম।

Share.
Exit mobile version