নিজস্ব প্রতিবেদক।। ক্ষমতার অপব্যবহার করে গাছ লাগিয়ে এক অসহায় পরিবারের ঘরের টিনের চাল নষ্ট করছেন কথিত আওয়ামী লীগ নেতা। সেই সকল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সুত্রে জানাযায়, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউপির মহিষা গ্রামে আব্দুল রশিদ সিকদারের ছেলে মোঃ বাবলু সিকদার জয়ের বসত ঘরের সাথে জোরপূর্বক গাছ লাগিয়ে তার ঘরের চালের টিন নষ্ট করছেন একই গ্রামের মোস্তফা সিকদারের ছেলে কথিত আওয়ামী লীগ নেতা শামীম সিকদার গংরা।

দীর্ঘদিন শামীম সিকদারের লাগানো গাছের পাতায় নষ্ট হচ্ছে ভুক্তভোগীর ঘরের টিন। এছাড়াও গাছ বড় হওয়ায় গাছের শিকড় ঘরের মেঝেতে ডুকে পড়ছে। ফলে ভুক্তভোগী পরিবারটির ঘরের দেয়াল ভেঙ্গে যেতে পারে বলে আশংকা করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে আরো জানাযায়, বাবলু সিকদার জয় শামীম সিকদার গংদের গাছের ডাল কাটতে বললে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে প্রাননাশকের হুমকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তারা।

তাই তাদের বিরুদ্ধে সোমবার (১৬ সেপ্টেম্বর) সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন বাবলু সিকদার জয়। অভিযোগ আনা ব্যাক্তিরা হলেন মোস্তফা সিকদারের ছেলে শামিম সিকদার, শাহীন সিকদার, রিয়াজ সিকদার ও ইলিয়াস সিকদার গং।

বাবলু সিকদার জয় বলেন, প্রায় ১২ বছর আগে আমার প্রতিবেশী কথিত আওয়ামী লীগ নেতা শামীম সিকদার গং রা দলীয় ক্ষমতার জোরে আমার বসত ঘরের সাথে জোরপূর্বক গাছ লাগিয়ে ছিলো। তখন বাঁধা দিতে গেলে আমাদের মারধর করে এবং একটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে আমাদের ও আমার মামা মাকসুদুর রহমান মৃধাকে হয়রানি করে। গাছ বড় হয়ে যাওয়ায় ডাল কাটতে বললে তারা বিভিন্ন সময় হুমকিদামকি দেয় আমাদের।

এ ব্যাপারে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে এস আই দেলোয়ার হোসেন বলেন, শামীম সিকদার গংদের বিষয়ে তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

গাছের পাতা পরে রয়েছে টিনের উপর।
Share.
Exit mobile version