আড়িয়াল খাঁ নদী
মোঃ রবিউল ইসলাম 

মুলাদী, বাবুগঞ্জ, গৌরনদী
তিন উপজেলা  পাশাপাশি।
মাঝখানে বয়ে গেছে
আড়িয়াল খাঁ নদী।
নদীতার দিতে যায়
সাগরে বারি রুপ কর,
এই পাড়ে মিঞা বাড়ী
ঐ পারে লাছা চর।
সকালে বিকালে
খেলার সাথিরা মিলে,
খেলিতাম নদীটির কুলে।
হই হুল্লো পারা পারি
খেলিতাম হারা হারি,
লাপ ঝাপ দিয়া পরিতাম
নিমিশে নদীটির জ্বলে।
মিঞা বাড়ীর মিঞার হাট
দুই সারি দোকান পাট,
মাঝ খানে লাছে চট
বসে বাহালি দোকান দার।
সারা বেলা কাটে চরে
সন্ধ্যায় মোরা যেতাম ঘরে,
হে নদী তোর সাথে
আমার কি আবার দেখা হবে
যদি আমি যাই মরে।

Share.
Exit mobile version