রাঙা প্রভাত ডেস্ক।। জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন অল-রাউন্ডার নাসির হোসেন। সাব্বির রহমানকে ভাবা হতো দেশের একমাত্র টি-টোয়েন্টি মেজাজের ব্যাটার। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি মোহাম্মদ মিঠুন। ওপেনার ইমরুল কায়েস বেশ কিছুদিন জাতীয় দলকে সার্ভিস দিয়ে ছিটকে গেছেন।
সাব্বির-নাসিরকে ঘিরে অসংখ্য বিতর্ক থাকলেও ইমরুল-মিঠুনদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই চার ক্রিকেটারকেই ‘দুর্ভাগা’ হিসেবে উল্লেখ করেছেন সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তিনি জানান বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার কারা।
সাকিব বলেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার অবশ্য স্বীকার করেছেন যে, বাস্তবতার কারণেই সব খেলোয়াড় সমান সুযোগ পাবে না, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’
ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের আস্থাভাজন হওয়ার একটা বিষয় আছে বলেও জানান সাকিব, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট।
Share.
Exit mobile version