রফিকুল ইসলাম রনি ।। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে অরাজনৈতিক ও অলাভজনক সমাজ কল্যাণ সেবামূলক ন্যায়ের পথে সংঘঠনেন দ্বীতিয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর এ বি তোফায়েল আহমেদ ভবনে ওই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের কার্যক্রম শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সমাজসেবক এবি এম কামরুজ্জামান মাসুম।

এ সময় সংগঠনের সভাপতি মো: পান্নু সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: হুমাউন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল আলম দেলোয়ার, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেএম সায়েম, নবাগত সদস্য ফারুক হোসেন মোল্লা, রেজাউল করিম এবং আরিফুর রহমান লিটু।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, ন্যায়ের পথে সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবেন বলেও জানান বক্তারা। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবি এম কামরুজ্জামান মাসুম বলেন, জটিল রোগীদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি নিয়োজিত। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করবে।

তখন ১৯৭১ সালের শহীদ  বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং একমিনিট নিরবতা পালন করেন তারা।

অনুষ্ঠানে তখন ন্যায়ের পথে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version