রফিকুল ইসলাম রনি।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ১নং সহ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বাজারে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নয়টি ওয়ার্ডের অসহায়, দারিদ্র্য শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আসরাফুজ্জামান খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মফিজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: আমিনুল ইসলাম মোল্লা, জেলা ছাত্র দলের সহ- সম্পাদক তপন চন্দ্র মন্ডল, উপজেলা যুবদলের সদস্য ফিরোজ হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন সবুজ।
এছাড়াও তখন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া মঞ্চ, তাতী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।