রফিকুল ইসলাম রনি।। সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী জহিরুল ইসলাম (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠী এলাকার গাছ ব্যবসায়ি নজরুল ইসলাম মন্টু মোল্লার বড় ছেলে। মেঝো ভাইয়ের বিবাহ কার্য সম্পূর্ণ করার লক্ষে তিনি গত সপ্তাহে কুয়েত থেকে বাড়িতে আসেন।

মৃত্যু কালে তিনি বাবা, মা, দুই ভাই, স্ত্রী ও এক শিশু সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

সোমবার (১৩ জানুয়ারি ) রাত ৯ টা ৫০ মিনিট সময়ে রাজধানীর মালিবাগ বিএনকে  বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার রাতে মেঝো ভাইয়ের বিবাহ অনুষ্ঠানের পোশাকাদি কেনাকাটার পর বরিশাল শহর থেকে গ্রামের বাড়ি ফেরার পথে বাবুগঞ্জ উপজেলার কামিনী পাম নামক এলাকায় রাত ৮ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

তখন স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মালিবাগ এলাকার বিএনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তার অকাল মৃত্যুতে আত্নীয় স্বজন, শিক্ষক, বন্ধু মহল ও এলাকাবাসী শোকাভিভূত।

মঙ্গলবার (১৪) জানুয়ারী সকাল ১০ টায় আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজের পর উজিরপুর উপজেলার ঘন্টেরশ্বর এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

কুয়েত প্রবাসী জহিরুলের জানাজা নামাজে জনতার ঢল।

Share.
Exit mobile version