রফিকুল ইসলাম রনি।। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপিতে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অলাভজনক প্রতিষ্ঠান “নব উত্থান” সংগঠন
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাজপুর এলাকায় প্রথম বারের মতো রাতের আধাঁরে শতাধিক পরিরারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
রাতে “নব উত্থান” সংগঠনের সদস্যরা দরিদ্র ও অসচ্ছল পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী আইটেম সূমহের মধ্যে ছিলো ভালো মানের ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ১কেজি গুড়, ১কেজি চিড়া ও ১ কেজি খেজুর।
এসময় সংগঠনটির সদস্য মো: মামুন হোসেন, আব্দুল্লাহ আল-আমিন, মো: মাহিয়ান, মো: শরফুদ্দিন, মুয়াজ বিন, মো: বেল্লাল, মো: রাকিব সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল-আমিন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় “নব উত্থান” সংগঠন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।